সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

মাদকসেবীদের আড্ডার কারণে অনিরাপদ সাব-রেজিস্ট্রি অফিস

মাদকসেবীদের আড্ডার কারণে অনিরাপদ সাব-রেজিস্ট্রি অফিস

স্টাফ রিপোর্টার: মাদকসেবী ও অনাহূত লোকদের আড্ডার কারণে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিস। জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিস মাদকসেবীদের কাছে জিম্মি হয়ে থাকলেও স্থানীয় প্রশাসনের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। এতে সেবা নিতে আসা সাধারণ জনগণও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিস চলাকালীন সময় মাদকসেবী এক শ্রেণির যুবক প্রকাশ্যে ফেনসিডিল ও গাঁজা সেবন করে থাকে। এ নিয়ে প্রায়ই জমি দলিল করতে আসা সাধারণ মানুষের সাথে বচসা হয়ে থাকে। এমনকি সন্ধ্যার পরেও সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে প্রকাশ্যে মাদক সেবন চলে। এতে কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত ও নিরাপত্তাহীনবোধ করছেন। এমনকি তারা অনেক সময় প্রতিবাদ করেও লাঞ্ছিত হয়ে থাকেন। এজন্য এখন তারা লাঞ্ছিত হওয়ার ভয়ে আর কোনো প্রতিবাদ করার সাহস পান না।
অনেকদিন আগে প্রাচীরের ভেতরের একটি ছোট নিরাপত্তা প্রাচীর ভেঙে ফেলেছে কে বা কারা। এ নিয়ে কর্মকর্তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
দলিল লেখকদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইদানীং মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে। তাদের অনাকাক্সিক্ষত উপস্থিতির কারণে দলিল লেখকরাও নানা সমস্যার মুখে পড়ে থাকেন। প্রায়ই অফিস ক্যাম্পাসে ফেনসিডিলসেবীদের পরিত্যক্ত বোতল পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ প্রতিবাদ করার চেষ্টা করেও হুমকি-ধামকির কারণে ভয়ে নিশ্চুপ থাকেন। এ বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকির দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com