সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের পরীক্ষায়: গাইবান্ধায় বহিষ্কার ৮ ঃ অনুপস্থিত ৩৮৮ জন পরীক্ষার্থী

এইচএসসি ও সমমানের পরীক্ষায়: গাইবান্ধায় বহিষ্কার ৮ ঃ অনুপস্থিত ৩৮৮ জন পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গাইবান্ধা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৮জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনুপস্থিত ছিলেন ৩৮৮জন পরীক্ষার্থী। জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিনে এইচএসসি মোট ৩০ কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ১৩,৫২৮জন। সেখানে পরীক্ষায় অংশ নেন ১৩,২৩৯ জন। এখানে অনুপস্থিতির সংখ্যা ২৮৯ জন, বহিষ্কার হয়েছেন
সাঘটা কলেজ কেন্দ্র থেকে ১জন।
এদিকে এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্সে ১৭ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩,০৯০ জন, আর উপস্থিত ছিলেন ৩,০১৯জন পরীক্ষার্থী। এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭১ জন। আর বহিষ্কার হয়েছেন ৭জন। বহিস্কৃতরা হলেন ধাপেরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র থেকে ৫জন ও এম এম মোত্তালিব টেকনিক্যাল বিএম কলেজ কেন্দ্র থেকে ২ জন।
এদিকে আলিমের ৬টি কেন্দ্রে ১.৩৩০ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১.৩০২জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২৮ জন। এই পরীক্ষায় কোনো বহিষ্কার হয়নি। অর্থাৎ সর্বমোট ৫৩ কেন্দ্রে ১৭,৯৪৮ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭৫৬০ জন। এতে মোট অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন। মোট বহিষ্কার ৮ জন।
উল্লেখ্য, এবার গাইবান্ধা জেলায় মোট ৫৩টি কেন্দ্র থেকে ২২ হাজার ২শ ৩জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com