রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

জেলা প্রশাসক গোল্ডকাপ: সাঘাটাকে ৪-২ গোলে হারয়িে ফাইনালে গাইবান্ধা পৌরসভা

জেলা প্রশাসক গোল্ডকাপ: সাঘাটাকে ৪-২ গোলে হারয়িে ফাইনালে গাইবান্ধা পৌরসভা

ময়নুল ইসলাম: গতকাল শনিবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুনামেন্টের ১ম সেমিফাইনালে সাঘাটা উপজেলাকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌছে গেছে গাইবান্ধা পৌরসভা দল। ম্যাচের প্রর্থমাধেই সজিব এবং ওমর বাহ্র জোড়া গোলে ৪-০ গোলে এগিয়ে যায় গাইবান্ধা পৌরসভা, তবে দ্বির্য়াধের শুরুতইে ২ গোল পরিশোধ দিয়ে ব্যবধান কমালেও শেষ পযন্ত ৪ -২ গোলের হার মানিয়ে মাঠ ছাড়ে সাঘাটা। সাঘাটা দলরে পক্ষে ১টি করে গোল করেন রুবেল ও শাওন।
পুরো ম্যাচের্ দুদান্ত খেলে ম্যাচ সেরা র্নিবচিত হন পৌরসভা দলের জোড়া গোল করা সজিব। দলের দারুন জয়ে খুশি গাইবান্ধা পৌরসভার কোচ রফিকুল ইসলাম লুলু।
খেলা দেখেেত স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারনের জায়গা ছিল না। গতকাল গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদসহ প্রশাসনিক কর্মকর্তারা দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, আজ ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com