রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

সাদুল্লাপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

সাদুল্লাপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

সাদুল্লাপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপতি রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফার লিফলেট সাদুল্লাপুরে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাদুল্লাপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন- গাইবান্ধা জেলা শাখার আহবায়ক বজলুল করিম রপু। প্রধান বক্তা ছিলেন- সদস্য সচিব খান মোঃ কাওছার ওয়াহিদ সুজন।
জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাছুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম পান্নার সঞ্চালনা আরও বক্তব্য দেন- জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, জাসাস উপজেলা শাখার সহ-সভাপতি ইকলাসুর রহমান, পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এরশাদুল ইসলাম এরশাদসহ আব্দুর রহিম সরকার, লাভলু ব্যাপারী, বাবলু মিয়া, জোবায়দুল ইসলাম প্রমুখ।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com