রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৪

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৪

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। একইসঙ্গে ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল জব্দ করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাতে এ অভিযোগ পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আজাদ মিয়া, আসাদ আলী, মোশাররফ হোসেস ও ছোটন মিয়া। অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আজ শনিরার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com