রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

পলাশবাড়ীতে শিশু ধর্ষক সায়েদ আলী ১৭ দিন পর আটক

পলাশবাড়ীতে শিশু ধর্ষক সায়েদ আলী ১৭ দিন পর আটক

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে আলোচিত শিশু (১১) ধর্ষক লম্পট সায়েদ আলীকে ১৭ দিন পর আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে।
মামলার বিবরণ জানা যায়, ওইগ্রামে ধর্ষকের বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই কন্যা শিশু। একই গ্রামের আশরাফ আলীর ছেলে সায়েদ আলী (৪০) এর বাড়ীতে গত ১৪ জুন সকাল ১০টার দিকে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই শিশু। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে এসময় গোসল খানায় নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে সায়েদ আলী। পরবর্তীতে ক্ষত-বিক্ষত যৌনাঙ্গে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গাইবান্ধার রাবেয়া ক্লিনিক অতঃপর জেলা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটলে অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভয়ভীতিসহ নানা কৌশল অবলম্বনের মাধ্যমে ধর্ষক বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। দিন যতই গড়াচ্ছিল স্পর্শকাতর ঘটনাটি ততই যেন ভাটা পড়ছিল। ভূক্তভোগি শিশু পরিবারটির ওপর চাপ প্রয়োগের মাধ্যমে একপর্যায় বিষয়টি ধামাচাপা দিতে গত ৩০ জুন রাতে এ ব্যাপারে একটি শালিসী বৈঠকের আয়োজন করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভুট্টো মামলা-গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত সায়েদকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com