রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল শনিবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচে সাদুল্লাপুর উপজেলা একাদশ দল ফুলছড়ি উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে। সাদুল্লাপুর উপজেলা দলের পক্ষে দুর্দান্ত খেলেন দলীয় অধিনায়ক রবিউল আউয়াল। তিনি একাই তিন গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন। দুই দলের এই ম্যাচ উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। অসংখ্য ফুটবলপ্রেমীর করতালি আর স্লোগানে উজ্জীবিত করেন যা মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরী করে।
এদিকে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে গাইবান্ধা পৌরসভা একাদশ ও পলাশবাড়ী ফুটবল উপজেলা একাদশ।