রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

পলাশবাড়ীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

পলাশবাড়ীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত গতকাল শনিবার ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উক্ত ইউপির নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। ফলে উক্ত ইউপির কার্যক্রম স্থবিরতা দেখা দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উক্ত ইউপির ৫নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলামকে সরকারি ভাবে দায়িত্ব দেয়া হয়। তার দায়িত্ব চলাকালীন সময়ে ৭নং ওয়ার্ড সদস্য আশিকুর রহমান রাছেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নানাবিদ অভিযোগ তুলে ধরে গাইবান্ধা ডিডিএলজি বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
উক্ত তদন্তের প্রেক্ষিতে গতকাল ২৮ জুন পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার সরেজমিনে গিয়ে সকল ইউপি সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তদন্ত কাজ সম্পন্ন করেন। তদন্তে তাৎক্ষনিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়। তদন্ত চলাকালীন সময়ে ৯ জন ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে লিখিতভাবে মতামত দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন ১২ জন ইউপি সদস্য, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, অত্র ইউনিয়ন জামায়াতের আমীর শামীম আহমেদ, ইউপি সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com