রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ রেজাউল করিম মন্ডল (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম ও ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গতকাল শনিবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার নিজ শয়ন ঘর থেকে বিপুল পরিমান গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রেজাউল ওই গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে- তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।