রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ শহরের পুরাতন বন্দরনাট মন্দির থেকে একটি রথ টেনে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে রথটি পুনরায় পুরাতন বন্দর নাট মন্দিরে আনা হয়।
এ উপলক্ষে পুরাতন বন্দর নাট মন্দিরের আয়োজনে শোভাযাত্রায় উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের সদস্য গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব ডাঃ আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব, সাধারন সম্পাদক রিমন তালুকদার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান কল্যাণ ফ্রন্ট আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমারসহ বিপুলসংখ্যক হিন্দুভক্ত অংশ গ্রহণ করেন।