রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার মোত্তালিব সরকার (৫০) নামের এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিসংযোগে অভিযোগ উঠেছে। এতে ৩৫ মণ ধানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর (মধ্যপাড়া) গ্রামে গিয়ে দেখা যায়- আগুনে পুডে যাওয়া মালামালের বীভৎস দৃশ্য।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৩ জুন রাতে এনায়েতপুর (মধ্যপাড়া) গ্রামে মৃত হাকিম উদ্দিন সরকারের ছেলে মোত্তালিব সরকার পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে একদল দুর্বৃত্ত গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় মোত্তালিবের প্রতিবেশী ভাতিজি জবারানী বেগম আগুনের দাউ-দাউ দৃশ্য দেখে চিৎকার দেয়। এতে পরিবারের লোকজন ঘুম ভেঙে উঠে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোয়াল ঘরসহ ঘরে ভেতর থাকা ৩৫ মণ ধান, ৪টি ভুষির বস্তা, ২ টি গুড়ার বস্তা, ৬-৭ মণ খড়ি ও আরো অন্যান্য মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়। এসময় অল্পের জন্য চারটি গরু প্রাণে বেঁচে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মোত্তালিব সরকার বলেন, পুর্ব শত্রুতার জেরে আমার গোয়াল ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এর আগেও পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে তারা। অগ্নিসংযোগের ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।