রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে তিনি গতকাল এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে বিদায় নেন।
গতকাল ২৫ জুন কর্মজীবনের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে কলেজ কর্তৃপক্ষ গাইবান্ধা সরকারি কলেজের হলরুমে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যক্ষ খলিলুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও দূরদর্শী শিক্ষাপ্রশাসক হিসেবে গাইবান্ধা জেলায় সুপরিচিত। শিক্ষকতা জীবনের শুরুতে তিনি বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত হন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-কর্মচারী, জেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক শিক্ষার্থীরা। বক্তারা তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, অধ্যক্ষ খলিলুর রহমান শুধু একজন প্রশাসকই নন, তিনি আমাদের অভিভাবক ছিলেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, আমার দীর্ঘ কর্মজীবনে চেষ্টা করেছি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। এই কলেজ ও এলাকাবাসীর কাছে আমি চিরঋণী।”অধ্যক্ষ খলিলুর রহমানের অবসরে কলেজ এবং শিক্ষাজগতে এক শূন্যতা সৃষ্টি হলো বলে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।