রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার গভীর রাত থেকে গতকাল সকাল দশটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ১১ লাখ ৪ হাজার টাকা, ২,২৫৪টি সিমকার্ড, মাদক, সিসি ক্যামেরা, হার্ডডিস্ক, মোবাইল ফোন ও হ্যাকিংয়ে ব্যবহৃত নানা ধরনের ডিভাইস।
গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা আজিজার রহমানের ছেলে মাসুম বিল্লাহ ও নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং সেবা যেমন নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট হ্যাক করে সামাজিক নিরাপত্তা ভাতাভোগীসহ সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত থেকেই অভিযান পরিচালনা করা হয়, যা আজ সকাল পর্যন্ত চলে। অভিযানে হ্যাকিং চক্রের এই দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।