রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যা প্রধান আসামি সুমন গ্রেফতার

সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যা প্রধান আসামি সুমন গ্রেফতার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা। এর আগেরন দিন গত শুক্রবার ঢাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার সুমন মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মামলার পর থেকে একাধিক অভিযানে ইতোমধ্যে প্রধান আসামি সুমনের পাশাপাশি তার পিতা মজিবর রহমান ও দেশীয় অস্ত্রসহ তার ভাবী স্বপ্না বেগমকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুন রাতে বিএনপি নেতা ইলিয়াস মিয়া তার মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিত হামলার শিকার হন। হামলাকারীরা তাকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৭ জুন বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ইলিয়াস মিয়া রামভদ্র গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার তিনদিন পর ৯ জুন নিহতের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করেন তিনি। এজাহারে বলা হয়, নিহত ইলিয়াস মিয়ার সঙ্গে প্রতিবেশী প্রবাসী তারাজুল ইসলামের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। বিদেশে অবস্থান করেও তারাজুল ইসলামের পরিকল্পনা ও মদদেই সুমন মিয়া অন্যান্য আসামিদের সহযোগিতায় এ হত্যাকাণ্ড ঘটায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, মামলার অন্যান্য আসামিদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী যুবলীগের সঙ্গে যুক্ত।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ‘প্রধান আসামি সুমন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com