রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সচেতন সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
এসময় বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার রুপাল মিয়া, আশেয়া সিদ্দিকা, নজরুল ইসলাম, নুরুন্নবী প্রামাণিক সাজু, মোশাররফ হোসেন বুলু, একেএম শামসুল হক, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান, আনিসুর রহমান আগুন প্রমুখ। এতে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।