রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্বায়ক জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা গতকাল গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে স্থানীয় গানাসাস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শোকসভায় বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর ত্যাগ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
‎সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সাংবাদিক গোবিন্দলাল দাস, গানাসার্স কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জিএম চৌধুরী মিঠুর বড় ভাই মহসীন চৌধুরী শামীম, সাবেক বাসদ নেতা ওমর হাবীব বাদশা, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, জাহিদুল ইসলাম, জুয়েল মিয়া, মৃনাল কান্তি বর্মন ফিরোজ আহমেদ, পরমানন্দ দাস, কামরুল ইসলাম, ইসরাত জাহান লিপি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com