রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

বিভিন্ন উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

বিভিন্ন উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সাদুল্লাপুর কৃষি অফিসের আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর কৃষি অফিসার কৃষিবিদ মতিউল আলম,অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল কবির, উপজেলা প্রকৌশলী মেনাজ,উপজেলা সমবায় অফিসার নাজমুজ্জামান সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু সালেহ মোঃ সালাউদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর রব সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানানঃ সুন্দরগঞ্জে তিনদিনব্যাপী ফল মেলার উদে¦াধন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাজেদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমীর একরামুল হক, জাতীয় নাগরিক পার্টির উপজেলার যুগ্ম-সমন্বয়ক আজিজুর রহমান, গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুর আলম মিয়া নুর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com