রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে যুগের পরিবর্তনে হস্তশিল্প বিলুপ্তির পথে

সুন্দরগঞ্জে যুগের পরিবর্তনে হস্তশিল্প বিলুপ্তির পথে

সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জে হস্তশিল্প (বাঁশের তৈরী তৈজসপত্র) বিলুপ্তির দিকে যাচ্ছে। বাপ-দাদার পুরনো পেষা বাঁশের তৈরী নানাবিধ সাংসারিক ব্যাবহারযোগ্য ও ঘড়সাজানোর বিলাশি জিনিসপত্র বিক্রি করে যাদের সংসার সচ্ছলভাবে চলত এখন কালের পরিবর্তনে তারা আজ দিশেহারা প্রায়। কথা হয় উপজেলার পাঁচপীর বাজার পুরান গরুহাটি সংলগ্ন ডোমপাড়ার হস্ত শিল্পী কানু মহন্তের সাথে। তিনি বলেন একসময় এই বাঁশের তৈরী জিনিসপত্র কেনার জন্য দুরদুরান্ত থেকে লোকজন এসে লাইন দিয়ে থাকত। যুগের পরিবর্তনে পেলাস্টিক ও সিলভারের সস্তা ও সল্পস্থায়ী পন্যের সাথে তাল মিলিয়ে টিকে থাকা অসম্ভব হয়ে পরেছে। তিনি আরো বলেন এসব কারণে অনেকেই বাপ-দাদার এই পেষা ছেড়ে অন্য পেষায় জড়িয়ে পরছে। তবে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে বাংলার ঐতিহ্য প্রকৃতি বান্ধব এই হস্তশিল্প টিকে রাখা সম্ভব হতো।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com