রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে আম চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩ শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউপি সদস্য আব্দুর রহিমের অর্থায়নে নাগবাড়ি মদিনাতুল হুদা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বৃক্ষ চারা বিতরণ করা হয়। এর আগে গত রোববার দক্ষিণ দামোদরপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এরপর উপজেলার বিভিন্ন রাস্তায় উন্নত জাতের আম চারা রোপণ, স্কুল ও মসজিদ-মাদরাসায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন, সভাপতি সামিউল ইসলাম, স্বেচ্ছাসেবী শাকিল হাসান, সৌরভ কুমার, মনিরুজ্জামান শাওন, অর্ণব সরকার, ইউছুফ আহমেদ, শাওন সরকার, রতন প্রমুখ।