রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে স্কুলমাঠে পশুর হাট উচ্ছেদ করল প্রশাসন

গোবিন্দগঞ্জে স্কুলমাঠে পশুর হাট উচ্ছেদ করল প্রশাসন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে স্কুল মাঠে অবৈধ ভাবে বসানো কোরবানি পশুর দু’টি হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। হাট দু’টি হলো উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট ও কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ হাট। বিরাট উচ্চ বিদ্যালয় মাঠে এবং মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানি পশুর হাট বসিয়ে অবৈধ ভাবে টোল আদায় করা হচ্ছিল।
গত শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গাইবান্ধা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আসিফ বিশ^াসের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা বিদ্যালয় মাঠে অবৈধভাবে বসানো হাট দু’টিতে অভিযান পরিচালনা করে সেখানে পশু বিত্রিু বন্ধ করে দিয়ে খেলাধূলার জন্য মাঠ দু’টি উন্মুক্ত করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, হাটবাজারের সরকারি নীতিমালা লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই বিদ্যালয় মাঠে অবৈধভাবে হাট দু’টি বসানো হয়েছিল-এ কারনে যৌথবাহিনীর সহযোগিতায় ওই হাট দু’টি উচ্ছেদ করেছি। নীতিমালা ভঙ্গ করে কোথাও এ ধরণের হাট বসানো হলে তা বন্ধ করতে প্রসাশনিক অভিযান অব্যহত থাকবে। তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে সর্বমোট ২১টি হাট রয়েছে। উপজেলার কোথাও কোন অস্থায়ী হাট নেই এবং অস্থায়ী হাটের কোন অনুমতিও নেই।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com