রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
কলিকাতা (ভারত) থেকে দেবদাস : গত ২৫ মে বর্ধমান শহরে এক বিরাট কম্পিউটার সেন্টারের অর্জনকারী মিটিং অনুষ্ঠান হয়ে গেল। জওহরলাল নেহরু কম্পিউটার সাক্ষরতা ড্রাইভ। অর্জনকারীদের সম্মেলন। আর.জে হোটেলে। যে সব কম্পিউটার সেন্টারগুলি ভালো ভাবে কাজ করেছে ও স্টুডেন্টদের সঠিক ভাবে শিক্ষা প্রদান করেছে। সেই সব কম্পিউটার সেন্টারের – (পরিচালক / আঞ্চলিক সহ-অর্ডিনেটর) জেএনসিএলডি সকল সদস্য ,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐ দিন পুরস্কার বিতরণের জন্য উপস্থিত ছিলেন চলচিত্র জগতের সনাম ধন্যা খলনাইকা চরিত্রে অভিনেত্রী অনামিকা সাহা । সকাল ১০ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জেএনসিএলডি চেয়ারম্যান মহম্মদ ইসরাফিল বক্তৃতা রাখেন। মধ্যাহ্ন ভোজনের পর সনাম ধন্যা অভিনেত্রী অনামিকা সাহার হাত থেকে সকলকে বিভিন্ন কেটাগরির পুরস্কার বিতরণ করা হয়।