রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-৩, গাইবান্ধা র‌্যাব-১৩, রংপুরের নায়েব সুবেদার নওশের আলী।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামের বাসিন্দা মুনজুল মিয়ার ছেলে।
জানা যায়, তরিকুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১২ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অপরাধে মামলা দায়ের করা হয়। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত করেন। তখন থেকে এই আসামি আত্নগোপনে ছিলেন।
অভিযান সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা র‌্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মায়ামনি হোটেলের সামনে থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com