রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
সুুন্দরগঞ্জ প্রতিনিধিঃ শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক, আবাসিক মেডিকেল অফিসার, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সেলিম রেজা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ প্রমূখ।