শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সুুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী র্পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে দুইটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে গত রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তারাপুর ইউনিয়নের লাঠশালা চরের কছিম উদ্দিন শেখের ছেলে হাসান শেখ এবং পীরগাছা উপজেলার কৈকুরী ইউনিয়নের সোনা মিয়ার ছেলে আলম মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট হতে একটি হিরো ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে আসামিগণ মোটরসাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এছাড়া অন্যান্য সদস্যদের তথ্য প্রদান করেছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।