শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সাদুল্যাপুর প্রতিনিধিঃ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি- এ শ্লোগানে সাদুল্লাপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে এমআইপিএস প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
প্রজেক্টির পিস ফ্যাসিলিটেটের গ্রুপের আ.স.ম সাজ্জাদ পল্টনের সভাপতিত্বে ও রতন কুমার অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যানা।