শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সাঘাটায় নগ্ন নাচ-গানে হস্ত কুটির শিল্প মেলায় লটারীর ফাঁদে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ

সাঘাটায় নগ্ন নাচ-গানে হস্ত কুটির শিল্প মেলায় লটারীর ফাঁদে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ

সাঘাটা প্রতিনিধি : সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটানীর বাজার পাওয়ার হাউস মাঠে মাস ব্যাপী হস্ত কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা ২০২৫ চলছে। এই সরকারি নিয়মে মেলা চলার কথা থাকলেও মেলা কর্তৃপক্ষ মেলাকে জমিয়ে নিতে এবং অধিক টিকেট বিক্রি করতে বিভিন্ন ক্লাবের নায়ক-নায়িকাদের দিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করছেন। মোটরসাইকেলসহ শতাধিক পুরস্কারের লোভে এলাকার মানুষরা টিকিট সংগ্রহ করতে ভীড় জমিয়েছে। এতে জেলার কয়েকটি উপজেলার আশে পাশের মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সরেজমিনে জানা যায়, সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটানীর বাজার পাওয়ার হাউস মাঠে মাস ব্যাপী হস্ত কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা ২০২৫ চলছে । গত ১৯ ফেব্রয়ারি ঈদের ঘরমুখী মানুষের পকেট ফাকা করার টার্গেট করে জে.বি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি লাইসেন্সের মাধ্যমে মেলাটি সুকৌশলে পরিচালনা করছেন যশোর জেলার যুবক জাহাঙ্গীর আলম। এই কারনে গত ঈদের আগে রোজার দিনে ঢোলসানাই বাঝিয়ে মেলা চালু করেন । লটারীর ফাদে ফেলে ঈদের সময় ঘরমুখি মানুষের টাকা লুেটে নেয়ার অভিযোগে সাঘাটা থানার পুলিশ মেলাটি বন্ধ করে দেয় । মেলা কমিটি এবারও কৌশলে ঈদকে টার্গেট করে ১ মাসের হস্ত কুটির শিল্প ও পাট বস্ত্র মেলার অনুমতি নিয়ে গত ২৩ মে (শুক্রবার) দিবাগত রাতে বিভিন্ন ক্লাবের নায়ক-নায়িকাদের দিয়ে হিন্দি ও বাংলা গানের সাথে নগ্ন নৃত্য পরিবেশন করছেন। অশ্লালীন নৃত্য পরিবেশনা করায় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এসময় ২০ টাকা প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শকদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ফলে এলাকায় বোনারপাড়া এমইউ আলিম মাদরাসার মাওলানা শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আমি ছেলে বেলা থেকে দেখি এই এলাকার কেউ মারা গেলে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটানীর বাজার পাওয়ার হাউস মাঠে নামাজের জানাযা করা হতো। এখানে শত শত মানুষের জানাযার নামাজ পরেছি। ২০ গজ পাশে একটা সরকারি কবরস্থান রয়েছে। কিছুদিন আগে একজন মারা গেছে এই মাঠে জানাযা পরাতে পারিনি। আমাকেও একদিন মরতে হবে আমি আল্লাহর কাছে কি জবাব দিবো । এই মেলা চলুক আমরা বাধা দিবো না তবে মেলার নামে টিকেট বিক্রি ও নগ্ন নাচ-গান বন্ধ করতে হবে ।বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কবিতা আক্তার জানান, সামনের মাসের ২৬ তারিখ থেকে এইচএসসি পরিক্ষা। এই পরিক্ষার আগে এই মেলার নামের নগ্ন নাচ-গান কাম্য নয় । রাতে উচ্চ স্বরে মাইক বাজানোর কারনে আমরা লেখা পড়া করতে পারিনা । বোনারপাড়া বাজারের এক ব্যবস্যায়ী জানান, এই মেলার যা মালামাল বিক্রি হয় তা যদি সারাবছর ধরে বিক্রি করে তবুও আমরাদের সমস্যা নেই । কিন্তু লটারীর কারনের আমার ছেলে মেয়েরা প্রতিদিন আমার কাছ থেকে টাকা চায় । তাছাড়া রাতে তখন উচ্চ স্বরে মাইক বাঝে তখন ছেলেমেয়েদের লেখা পড়া মনোযোগ নষ্ট হয়। এ বিষয়ে মেলার পরিচালক জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে বলেন, সরকারি বিধি মোতাবেক সকল প্রক্রিয়া সেরে পুলিশ প্রতিবেদন, ইউএনও প্রতিবেদন ও ডিসির পারমিশন নিয়ে মেলা পরিচালনা করা হচ্ছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশা আলমের মুঠোফোনে মেলার অনুমতি আছে । তবে নাচ-গানের অনুমতি নেই । বাহিরে টিকেট বিক্রির কোন অনুমতি নেই । আইন ভঙ্গ করলে আমরা ব্যবস্থা নিবো । এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মির মোঃ আল কামাহ তমাল জানান, মেলার অনুিমতি আছে তবে মেলা বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার জন্য মেলা কমিটিকে সতর্কতা করা হয়েছে । এমন ঘটনা আবার ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com