শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে পরিবারের অসাবধানতায় ধান ক্ষেতের পুকুরের পানিতে ডুবে দুই শিশু আবিদ (৭) এবং লাবিবর (৮) করুণ মৃত্যু ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ২টায় পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামের ধানক্ষেত অভ্যন্তরে পুকুরের পানিতে পড়ে এ দুই শিশু মারা যান। আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ওই দুই শিশু পারিবারিক অসাবধানতায় তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান কলাগাছের ভেলায় চড়ে তারা খেলা করছিল। এসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়। সাঁতার না জানায় তারা আর ভেলায় উঠতে পারেনি।
এদিকে; পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের খুঁজে পেতে ব্যর্থ হন। অবশেষে দুপুর আড়াইটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন অভিভাবকরা। থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইসাথে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অত্রালাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com