বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ তারুণ্যের রাজনীতি অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে সাদুল্লাপুরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে এ কর্মসূচির আয়োজন করে সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসময় একটি র্যালি সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে চৌমাথা মোড়ে সমবেত হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, নাজিম ব্যাপরী, শাফিউল ইসলাম সাফি, আব্দুর রহমান, মুছা মিয়া প্রমুখ।