শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধি : পলাশবাড়ীতে ফসলের মাঠ থেকে অজ্ঞাত নবজাতক শিশু’র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত সোমবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিল এলাকায় স্থানীয় এক কৃষক ধান কাটতে গিয়ে শিশু’র মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ওই শিশু’র মরদেহটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার (২০ মে) নবজাতক শিশু’র মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে করা হয়।
থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,শিশু’র মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত শিশুটি কার পাপের ফসল এ নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়া ছাড়াও মুখরোচক বিভিন্ন ধুম্রজালের সৃষ্টি হয়েছে।