শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ইউপি সদস্যসহ ৩ জুয়ারু গ্রেফতার

সুন্দরগঞ্জে ইউপি সদস্যসহ ৩ জুয়ারু গ্রেফতার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বাঁশঝাড়ে গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য পুষ্প চন্দ্র দাসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯ টারদিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের একটি বাঁশঝাড় থেকে পুলিশ তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন– শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় (মাঝিপাড়া) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা গ্রামের ছাতিনামারী জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) এবং সীচা গ্রামের মন্ডলপাড়ার মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের মন্ডলপাড়ার আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদে কাছ থেকে নগদ ৫ হাজার ৩’শ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com