শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট সাদুল্লাপুরে বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির অঙ্গসংগঠন সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের উদ্যোগে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময় সাদুল্লাপুর শহরের পথচারি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন চালক-শ্রমিকদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন দলটির নেত্রী ও কর্মীরা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের সভাপতি রিতু আলম, সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ, ইউনিয়ন সভাপতি জেসমিন আরা হাসি, রোজিনা আক্তারসহ অনেকে। এ বিষয়ে দলের নেত্রীরা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করাসহ বিভিন্ন দাবি সম্বলিত এই লিফলেট বিতরণ করা হয়। এসময় ব্যাখ্যাসহ দাবিগুলো সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হয়েছে।