শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

শহরে পথভোলা হনুমান

শহরে পথভোলা হনুমান

স্টাফ রিপোর্টার ঃ গত সোমবার গত সোমবার থেকে টানা পাঁচ দিন ধরে গাইবান্ধা শহরের মুন্সিপাড়া, ভিএইড রোড, মাস্টারপাড়া, কলেজ রোড ও মাঝিপাড়া এলাকায় একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে। অনেকে প্রাণীটিকে উত্ত্যক্ত করছে এবং চিল তাকে আক্রমন করার চেষ্টা করছে। এতে হনুমানটি এক জায়গায় স্থির থাকতে পারছে না। কখনো বাড়ির ছাদে, কখনো গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি কোথা থেকে কীভাবে এসেছে কেউ বলতে পারেননি। গত বুধবার কলেজপাড়ায় হনুমানটি দেখে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের’ (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যদের খবর দেন।
খবর পেয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক রুপম মিয়া ও প্রচার সম্পাদক মো. মিজবাহের নেতৃত্বে কয়েকজন সদস্য মাঝিপাড়া এলাকায় যান। তাঁরা প্রাণীটির ছবি তুলে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের হোয়াটসঅ্যাপে পাঠালে তিনি প্রাণীটি মুখপোড়া হনুমান বলে নিশ্চিত করেন। পরে তীর সদস্যরা হনুমানটিকে বিরক্ত না করতে এলাকাবাসীকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com