শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এ.এফ.রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, গোবিন্দ কুমার, নুর আলম প্রধান, আবু বাসার স্মরণ, কৌশিক হাসান, তানজিদ, তানভির, রাকিব, লিখন, তমাল, ওয়ারিদ তালুকদার ও নিবরাস মিয়া প্রমূখ।