শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুরের ধাপেরহাটস্থ মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আসন্ন ঈদে যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অনেকে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগীতা করেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আসন্ন ঈদে যাতে করে যানজট তৈরি না হয় এ কারণে ধাপেরহাট রাস্তার ধারে ভ্রাম্যমান দোকাপাট উচ্ছেদ করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।