শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত ১৩ মে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল-কামাহ তমালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরসাদ। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্ল্যাহিশ শাফী, সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ, আব্দুল হান্নান, আব্দুল লতিফ প্রমুখ। শেষে প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন সাঘাটা ইউএনও ।