শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

সুন্দরগঞ্জে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে কালবৈশাখীতে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত রোববার ও সোমবার দিবাগত রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ের সময় বজ্রপাতে পৌরসভার পাঁচটি পরিবারের ইলেকট্রনিক্স উপকরণ ফ্যান, বাল্ব, মিটার, টিভি, ফ্রিজ নষ্ট হয়ে গেছে। কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামর গ্রামে ১০টি ঘর, ৫টি পানের বরজ ও অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে হরি-বোর ধান ও ভূট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
বজড়া কঞ্চিবাড়ি গ্রামের আবু তালেব মিয়া বলেন, রাতে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া শুরু হয়ে। নিমিষের মধ্যে তার পানের বরজ মাটিতে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। এতে তার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এছাড়া তার বেশ কয়েকটি গাছ পড়ে গেছে।
শান্তিরাম গ্রামের কৃষক তারা মিয়া বলেন, ঝড়ে তার পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। ধানের শীষ পানির নিচে ডুবে গেছে। আজকালের মধ্যে ধান কেটে ঘরে তুলতে না পারলে অনেক ক্ষতি হবে। পৌরসভার কলেজ পাড়া মহল্লার আবু সাঈদ বলেন সোমবার দিবাগত রাতের কালবৈশাখী ঝজের সময় বজ্রপাতে তার কারেন্টের মিটার নষ্ট হয়ে গেছে। সেই সাথে ৪টি ফ্যান, ৫টি বাল্ব নষ্ট হয়েছে নষ্ট হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা মেহেদী হাসান জানান, বড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্থ গাছপালার তালিকা এখন করা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিয়ার রহমান বলেন কালবৈশাখী ঝড়ে পানের বরজ, গাছপালাসহ ফসলেরর সামন্য কিছু ক্ষতি হয়েছে। পৌর শহরের বজ্রপাতের সময় ৪টি পরিবারের ইলেকট্রনিক্স উপকরণ নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com