শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মাছবাহি স্যালো চালিত ভটভটি উল্টে গরম পানিতে ঝলসে গিয়ে অমল দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছে। নিহত অমল পৌর এলাকার ববনপুর গ্রামের হেমন্ত দাসের ছেলে।
জানা গেছে, মাছ ব্যবসায়ী অমল গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বোয়ালিয়া এলাকার একটি পুকুর থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে স্যালো চালিত ভটভটি যোগে গোবিন্দগঞ্জ শহরের মাছ বাজারের দিকে আসছিল। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পেক্স চক্ষু হাসপাতালের কাছে আসার পর মাছ বোঝাই ভটভটিটি উল্টে গিয়ে অমল ভটভটির নিচে চাপা পড়ে। এ সময় ভটভটিতে থাকা গরম পানিতে তার মুখমন্ডল ও চোখের অংশসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় সেখান থেকে অমলকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ১টার দিকে সেখানে অমল মারা যায়। মাছ ব্যবসায়ী অমলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ পৌর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।