শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

পলাশবাড়ীতে হত্যা মামলার সাজানোর অপতৎপরতার নিরপেক্ষ তদন্ত ও প্রতিকারের দাবিতে মানববন্ধন কর্মসূচি

পলাশবাড়ীতে হত্যা মামলার সাজানোর অপতৎপরতার নিরপেক্ষ তদন্ত ও প্রতিকারের দাবিতে মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্ট ঃ পলাশবাড়ী উপজেলার রওশনবাগে আব্দুল হালিম মন্ডলের সাথে ভাগিশরীক মৃত আবুল কালাম মন্ডলের ছেলে নুর আলম মন্ডলের দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চললে আসছে। বিরোধের জের ধরে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে মিমাংসাও হয়ে যায়।
পরবর্তীতে আব্দুল হালিম মন্ডল ও তার লোকজন নিয়ে পুকুর থেকে মাটি কাটতে গেলে মৃত আবুল কালাম মন্ডলের ছেলে নুর আলম মন্ডলসহ তার লোকজন বাধা প্রদান করে। বাধা প্রদান করায় দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। মারপিটের ঘটনায় নুর আলম মন্ডলের মা আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে নুর আলম মন্ডল তার মাকে বাড়িতে না এনে অন্য জায়গায় রাখেন।
এঘটনায় নুল আলম মন্ডল ৬জনকে আসামী করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।
আব্দুল হালিম মন্ডলের পরিবার ও এলাকাবাসী দাবি তুলে ধরেন, নুর আলম মন্ডল কর্তৃক তার বৃদ্ধ মাতাকে ভিকটিম হিসেবে নিদোর্ষ ভাগিশরীকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িত করে এবং তার মাতাকে রংপুর মেডিকেলে সুস্থ অবস্থায় ডাক্তার কর্র্তৃক ছাড়পত্র নিয়ে তার মাতাকে বাড়িতে না নিয়ে এসে অজ্ঞাত স্থানে অবহেলা অযন্তে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পতিত করা, অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য, মাডার কেস সাজানোর অপতৎপরতার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত এবং প্রতিকারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
গতকাল পলাশবাড়ী উপজেলার রওশনবাগ এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শফিকুল গাফ্ফার, জুয়েল সরদার ও আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্ণ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com