শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফছির উদ্দিন ফছিরকে (৪৮) তার বাসা থেকে গ্রেপ্তার করে। সে পৌরশহরের বুজুরুক বোয়ালিয়া (ঘোষপাড়া) গ্রামের আখতার উদ্দিনের ছেলে। অপরদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পৌর এলাকার চকগোবিন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় জামায়াতে ইসলামীর অফিস ভাংচুরের মামলা রয়েছে।