শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তারের দাবীতে অবরোধ

গোবিন্দগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তারের দাবীতে অবরোধ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তিকারী ৩ যুবককে গ্রেপ্তারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় আহত মুয়াজ্জিন কটুক্তিকারী আমিরুলসহ ৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকার লোকজন ও তৌহিদী জনতার পক্ষ থেকে গতকাল বিকেল সাড়ে ৩টা থেকে আধাঘন্টা ব্যাপি ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় বাঁশের ব্যারিকেট দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় কটুক্তিকারী আমিরুল ও তার ২ সহযোগীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম বেঁধে দিয়ে বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন, মাওলানা আব্দুল মোমিন সিরাজি ও হাফেজ সাইফুল ইসলাম প্রমূখ। মহাসড়ক অবরোধের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন। এ সময় কটুক্তিকারী যুবকদেরকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় আধাঘন্টা পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com