শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটার ওসমানের পাড়া গ্রামের আসলাম মন্ডলের বাড়িতে আগুনে পুড়ে ৬ টি গরু, ২ টি ঘর, আসবাবপত্র সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের মৃত আজহার আলীর পুত্র আসলাম মন্ডলের বাড়িতে রাত ২ টায় বিদ্যুতের সট সার্কিটে আগুন লেগে ২টি ঘর, ৬টি বিদেশী গরু, আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে বোনারপাড়া ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন।