শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ ঃ চালক-হেলপার গ্রেফতার

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ ঃ চালক-হেলপার গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। একইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ শাহ্ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ সরকারের ছেলে ট্রাকচালক বিপুল সরকার (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের ট্রাক হেলপার আবু দাউদ আকাশ।
উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ট্রাকসহ গাঁজাগুলো জব্দ করা হয়। সেইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করে হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com