শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সংগঠনটির জেলা সংসদ এ আয়োজন করে। গতকাল শনিবার সকাল ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা, সিপিবি’র জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক, এ্যাড. মুরাদ জামান রব্বানী। জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক প্রদ্বীপ বর্মন প্রমুখ। এসময় কবিতা আবৃত্তি করেন মায়িশা ও নাবিলা। এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইট সংলগ্ন জেলা কার্যালয়ে এসে শেষ হয়।