শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্যাহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ^াস। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ শাহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিয়ার রহমান। এর আগে ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শাহানুর রহমান ২০২৫- ২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ১৮ টাকা। রাজস্ব হতে আয় ১৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৫১৮ টাকা। রাজস্ব খাতে ব্যয় ১১ লাখ ৪০ হাজার এবং উন্নয়নখাতে ব্যয় ৩ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৫১৮ টাকা। উদ্বৃত্ত ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।