শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
মহিমাগঞ্জ (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর মধ্যপাড়া গনির মোড় সংলগ্ন চলছে গভীর নলকূপ বসিয়ে মাটির তল দেশ থেকে মোটা বালু উত্তোলনের মহৎসব চলছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বিভিন্ন স্থানে পাচটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু দসুরা অবাধে দিবালতে প্রকাশ্যে মোটা দানার বালু উত্তোলন করে। এই সব বালু বিভিন্ন স্থানে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করছে। উলিপুর গনির মোড় এতিম খানা এবং হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন একই সড়কের চারটি স্থানে মোটা দানার বালু উত্তোলন চলছেই। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যপারটা দেখবেন বলে জানিয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত বালু উত্তোলন চলছে। এলাকার সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।