শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন স্বাস্থ্য কার্ড

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন স্বাস্থ্য কার্ড

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত প্রায় দুইশ যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত আঞ্জেলাসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া গণঅভ্যুত্থানে গাইবান্ধার শহীদ ছয়জনের স্বজনরা এবং অভ্যুত্থানে আহত দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জুলাই যোদ্ধা ২০২৪ এর গাইবান্ধা জেলা কার্যালয় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে গাইবান্ধাসহ সারাদেশে সংঘটিত হয় একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এতে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এ আন্দোলনে অংশ নিয়ে বহু সাহসী ছাত্র-জনতা শহীদ ও আহত হন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com