শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সোনালী আশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাঘাটা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধীত) প্রকল্পের অধীন পাট চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত পাট প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাজেদুল ইসলাম, সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খালেদ মাহমুদ, সাঘাটা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরিন ইয়াছমিন, অফিস সহকারী কাম-কম্পিউটার আবু তাহের প্রমূখ।