শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

৬ দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

৬ দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণসহ ৬ দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এসব দাবিতে গতকাল রোববার গাইবান্ধায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন কমিটির ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে জেলার সাত উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ বছর বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চলতি বছরের ২৮ জানুয়ারি আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ৬ দফা দাবি পূরণের ঘোষণা দেয় সরকার। কিন্তু অদ্যাবধি দাবিসমূহ বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ। বক্তারা ১২ মে এর পূর্বে ৬ দফা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের সব জেলার শিক্ষকদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জেলা কমিটির আহবায়ক মোঃ তবিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য সচিব সোহেল রানাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত হাবিব উল্যাহ নুরী, নুরুল হক, জহুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক, মাজেদ রানা, শাপলা মাহবুব প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com