শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় দাওয়াতী কর্মসূচি (১১এপ্রিল হতে ২৫ এপ্রিল) উপলক্ষে দাওয়াতী অভিযান ও সাধারণ সভা গত ১৭ এপ্রিল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত দাওয়াতী সাধারণ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘুড়িদহ ইউনিয়ন শাখার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও জামাতে ইসলামের নেতা হোসেন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর ও গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ী আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার আমির ইব্রাহিম হোসেইন, আব্দুল গফুর সরকার, মাওঃ আব্দুল হামিদ প্রধান, কামাল পাশা মন্ডল প্রমুখ।