শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় ছাইদুল ইসলাম (৫০) নামে অটোরিক্সার ১ যাত্রী নিহত হয়েছে এবং অপর ৫ যাত্রী আহত হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে একটি অটোরিক্সা ঢাকা-রংপুর মহাসড়কের নির্দিষ্ট লেনের বদলে মেইন লেনে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় পিছন থেকে একই দিকে যাওয়া দ্রুতগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহি বাস পিছন থেকে অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিক্সার যাত্রী ছাইদুলসহ অন্য ৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় আহতদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ছাইদুল মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ে দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।